টানা শৈত্যপ্রবাহের মধ্যে খানিকটা স্বস্তি। ঘন কুয়াশায় উত্তরে হাওয়ায় ছেদ। ফলে শীতের তীব্র কামড় থেকে খানিকটা মুক্তি মিলেছে সোমবার।
গোটা উত্তরবঙ্গেই একই পরিস্থিতি। এদিনও তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশেই ঘোরাঘুরি করেছে। তবে হাড়কাঁপানো শীত উধাও ছিল। তাতে খানিকটা স্বস্তি মিলেছে।
সকাল থেকেই ঝকঝকে রোদ ওঠায় এদিন আকাশ ছিল পরিষ্কার। ফলে দার্জিলিংয়ে যাঁরা ছিলেন পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন। ফলে এদিন উৎসাহ ছিল খানিকটা বেশি।
তবে যাঁরা শীতপ্রেমী, তাঁরা খানিকটা হতাশ হয়েছেন এত তাড়াতাড়ি ঠান্ডা গা ঢাকা দেওয়ায়। তাঁরা চাইছিলেন আরও কয়েকদিন থিতু হোক জাঁকিয়ে শীত।
যদিও সিকিম আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দু'একদিনের মধ্যে উত্তুরে হাওয়া আসায় বাধা কেটে গেলে ফের শীতের দাপট ফিরবে।
উত্তরবঙ্গের আবহাওয়া এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বুধবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকলেও, জেলাগুলির কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
তবে আগামী দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এরপরের দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন মালদহ এবং ২ দিনাজপুর শীতলতম বলেই জানা গিয়েছে।