Advertisement

উত্তরবঙ্গ

বলিউডি সিনেমাকেও হার মানিয়ে এক রাতে ১১ দোকানে চুরি আলিপুরদুয়ারে

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 27 Aug 2021,
  • Updated 5:19 PM IST
  • 1/11

মাত্র দুদিন আগেই জেলা পুলিশ সুপারের দপ্তরে ঢুকে এক মহিলা পুলিশ আধিকারিককে মারধর এবং শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে।
 

  • 2/11

এবার এক রাতে সোনার দোকান সহ শহরের ১১ টি দোকানের তালা ভেঙে ভয়াবহ চুরির ঘটনায় জেলা শহরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন শহরবাসী।

  • 3/11

শুক্রবার ভোররাতে আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র নিউটাউন এলাকার ১১ টি দোকানের তালা ভেঙে এই ভয়াবহ চুরির ঘটনায় স্তম্ভিত শহরের মানুষ।

  • 4/11

শহরের নিউটাউনের মাধবমোড় এলাকা থেকে ঢাকেশ্বরী মোড় পর্যন্ত মোট ১১ টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। যা অবিশ্বাস্য।

  • 5/11

নিউটাউন ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু ধর বলেন শহরের বুকে এই প্রথম এত বড় ধরনের চুরির ঘটনা ঘটে গেল।

  • 6/11

তবে ১১ টি দোকানের তালা ভাঙলেও লুটপাট চালিয়েছে মোট পাঁচটি দোকানে। বাবুবাবু বলেন চোরেদের দলটি একটি কাপড়ের দোকানের তালা ভেঙে তাদের বৃষ্টিতে ভিজে যাওয়া জামাকাপড় খুলে নতুন পোশাক পড়ে চুরি করে। 

  • 7/11

নিউটাউন ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন একটি সোনার দোকান, একটি ওষুধের দোকান,দুটি কাপড়ের দোকান, ও একটি দশকর্মার দোকানের তালা ভেঙ্গে লক্ষাধিক নগদ টাকা ও দামি জিনিসপত্র লুট করেছে চোরেদের দল।

  • 8/11

এছাড়াও অন্য ছয়টি দোকানের তালা ভাঙলেও সেই দোকানগুলো থেকে লুট চালাতে পারেনি চোরেদের দলটি। বাবু ধর বলেন এই ঘটনায় নিউটাউন ব্যবসায়ী সমিতির তরফ থেকে আলিপুরদুয়ার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

  • 9/11

স্থানীয় ব্যবসায়ী গোবিন্দ পাল বলেন আমার মুদিখানার দোকানের দুটি তালা ভাঙলেও চোর কিছু চুরি করতে পারেনি। এই ঘটনায় ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে আছি।

  • 10/11

আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিক ভাবে মনে হচ্ছে এই চুরির ঘটনায় বেশ কয়েকজন জড়িত।

 

  • 11/11

শহরের এগারোটা দোকানের তালা ভেঙেছে চোরেদের দলটি। তার মধ্যে পাঁচটি দোকানে চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শহরের এবং বিভিন্ন দোকানের সিসিটিভির ফুটেজ দেখে চোরেদের দলটিকে শণাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement
Advertisement