বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরের আকাশের মুখ গোমড়া ছিল। ফলে প্রত্যাশা করা গিয়েছিল বৃষ্টি হবে। গুমোট ভাব কেটে যাবে। সারাদিনই আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি।
গত কয়েক মাসের উল্টো চিত্র এখন রাজ্যে। আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিনের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে উত্তরবঙ্গের বাসিন্দাদের।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী বৃষ্টির সম্ভাবনার কোনও প্রভাব উত্তরবঙ্গে আপাতত পড়ার কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ অগাস্ট শনিবার সকালের উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে একেবারে বৃষ্টি বঞ্চিত নাও থাকতে পারে উত্তরবঙ্গ। সব ক'টি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী দিন পাঁচেকে তাপমাত্রা সামান্য বাড়লেও হওয়ারও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।