আলিপুরদুয়ার পুর এলাকায় করোনা আক্রান্তদের সঠিক তথ্য নেই পুরসভার প্রশাসক মন্ডলীর কাছে।
করোনা আক্রান্তদের সঠিক পরিসংখ্যান জানতে পুর এলাকা চষে বেড়ালেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।
শনিবার মহকুমা শাসক এবং জেলা স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষজ্ঞ দলকে কে সঙ্গে নিয়ে পুরসভা এলাকায় টহল দেন জেলা শাসক।
আলিপুরদুয়ার পুরসভা এলাকায় হোম আইশোলেশনে থাকা করোনা আক্রান্তদের সাথে দেখা করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। জেলাশাসকের সাথে ছিলেন আলিপুরদুয়ার মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, পুরসভা প্রশাসক মন্ডলির বোর্ড মেম্বার প্রদ্যুৎ আচার্য,এবং জেলা স্বাস্থ দপ্তরের একটি বিশেষজ্ঞ দল।
পুরসভা এলাকার ১২,৬,২,১৪ নম্বর ওয়ার্ডে যান জেলা শাসক।তিনি আক্রান্তদের পরিবার এবং আক্রান্ত ব্যাক্তিদের সাথে দেখা করে তাদের সুবিধা, অসুবিধার কথা শোনেন।
এছাড়াও করোনা আক্রান্ত রোগীর পরিবারকে ওষুধ ও খাদ্য সামগ্রী তুলে দেন জেলা শাসক। জেলা শাসক চলে যাবার পর পুরসভার অন্য ওয়ার্ড গুলো পরিদর্শন করেন মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য।
আলিপুরদুয়ার পুর এলাকায় এখনও পর্যন্ত সঠিক কত জন করোনা আক্রান্ত রোগী রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই পুরসভার কাছে।
ফলে এই করোনা আক্রান্ত পরিবার গুলো যেমন পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে প্রয়োজনে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার সময় মতো পাচ্ছে না করোনা আক্রান্ত ব্যাক্তিরা।
জেলা শাসক বলেন, সকল আক্রান্ত পরিবারের সাথে দেখা করছি।তাদের সরকারি হেল্প লাইনের নম্বর দেওয়া হচ্ছে।প্রয়োজনে আক্রান্ত পরিবার গুলো যাতে প্রশাসনের সাহায্য পায়।
আলিপুরদুয়ারের মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জানান সঠিক কত জন আক্রান্ত রয়েছে পুর এলাকায় সঠিক কতজন করোনা আক্রান্ত তার রেকর্ড তৈরি করছি।
ফাইনাল লিষ্ট পরে জানিয়ে দেওয়া হবে। আমরা একটি হেল্প লাইন তৈরি করেছি।
করোনা আক্রান্ত ব্যাক্তিরা সেখান থেকে সুবিধা পাবেন।
আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক মন্ডলীর বোর্ড মেম্বার প্রদ্যুৎ আচার্য বলেন আমাদের কাছে সঠিক পরিসংখ্যান এখনও নেই।
আমরা পুর এলাকায় করোনা আক্রান্তদের তালিকা তৈরি করছি।
প্রশাসনিক এই উদ্যোগ নিয়ে প্রশংসা করেছেন তৃণমূল, বিজেপি সকলেই। এই ধরণের উদ্যোগ তথ্য পেতে সাহায্য করবে বলে মনে করছেন তাঁরা।
আর তথ্য থাকলেই মানুষ সঠিক এবং সময়মতো পরিষেবা পাবে বলেই মনে, করেন আলিপুরদুয়ারের নাগরিকরা।
আরও আগে এই ধরণের .তথ্য সংগ্রহের কাজ শুরু হলে এতদিনে পরিষেবা পাওয়া সম্ভব হতো। যদিও তাঁরা মনে করছেন বেটার লেট দ্যান নেভার