কয়েকদিন পারদ পতনের পর রবিবার সকালে সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রার পারদ। যদিও তার প্রভাব উত্তরবঙ্গের আবহাওয়ায় নেই।
আপাতত তাপমাত্রা বাড়ার কোনও পূর্বাভাস তো নেইই, বরং আরও ঠান্ডা পড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। দার্জিলিং,কালিম্পং,কার্শিয়াং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শীত ঢোকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যাও বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। ডুয়ার্স ও দার্জিলিংয়ে এখন পর্যটকদের ভিড়। সবাই শীতের আমেজ নিতে ছুটছেন উত্তরবঙ্গে।
তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। রাত হলেই কুয়াশা-হিম পড়ছে বিভিন্ন জেলাগুলিতে। আবার ভোর পর্যন্ত ঢেকে রাখছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
এদিকে আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে,২২ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা