উত্তরবঙ্গে জাঁকিয়ে না হলেও ধীরে ধীরে পাঞ্জা কষছে শীত। দু'তিন দিন ধরেই তাপমাত্রা কমছে। সোমবার সকাল থেকেই বাতাসে শীতের পুরোদস্তুর আমেজ রয়েছে।
শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহের মতো সমতলে বাতাসে সকালে থাকছে আর্দ্রতা, যা বেলা গড়াতেই উধাও হয়ে যাচ্ছে।
রোদের তাপ মরে গিয়ে ঝাঁঝ আপাতত উধাও। সেই সঙ্গে শুকনো আবহাওয়ায় শীতের ছোঁয়া। দিনের বেলাতেও হালকা শীতপোশাক প্রয়োজন পড়ছে।
রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আগামী ২-৩ দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচের দিকে তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বইবে উত্তুরে হওয়া।
আগামী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সকাল-সন্ধ্যা জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও ১ সপ্তাহ লাগবে পাকাপাকি শীত নামতে। এখন সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গের বাসিন্দারা।