শীতের (Winter 2022) আমেজ বেশ ভালভাবেই অনুভূত হচ্ছে। দিন কয়েক আগে তাপমাত্রার পারদ কিছুটা চড়ে গেলও ফের তা নেমেছে। ফলে আবারও ফিরেছে ঠান্ডা। আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) বলছে, আপাতত ৮ তারিফ পর্যন্ত ঠান্ডার এই আমেজটা থাকবে।
এক্ষেত্রে তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমতে পারে। ৯ তারিখ থেকে আবারাও ২-৩ দিনের জন্য বাড়তে পারে তাপমাত্রার পারদ।
মনে রাখতে হবে, ইতিমধ্যেই আন্দামান সাগরে (Andaman Sea) তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেটি তামিলনাড়ু বা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মূলত এটির জন্যই ৯ তারিখ থেকে বাড়তে পারে তাপমাত্রা।
আরও পড়ুন - ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে পারে ৫ ফল, ব্যথা মুক্তির মোক্ষম দাওয়াই
এই নিম্নচাপের ফলে আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্চের বেশকয়েকটি জায়গায় বৃষ্টি, এবং কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই পর্যটকদের এই বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে এছাড়া, দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।