Advertisement

পশ্চিমবঙ্গ

লক্ষ্মীর ভাণ্ডার থেকে অসুর খুঁজে বের করলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 19 Aug 2021,
  • Updated 8:56 PM IST
লক্ষ্মীর ভাণ্ডার-এর কাজ দেখতে গিয়ে অসুর ধরলেন গৌতম দেব
  • 1/9

লক্ষীভান্ডার প্রকল্প শুরু হওয়ার আগেই থেকেই একাধিক অভিযোগ প্রকল্প নিয়ে। এবার লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পে ফর্ম ফিলাপ করে দেওয়া বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।

  • 2/9

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে ওই যুবককে হাতেনাতে ধরলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। তুলে দিলেন পুলিশের হাতে।

  • 3/9

রাজ্য সরকারের নির্দেশে 16 ই আগস্ট থেকে গোটা শিলিগুড়ি জুড়ে পৌরনিগমের অন্তর্গত পাঁচটি বোরোর আওতায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প। তবে এই ক্যাম্প ঘিরে গত কয়েকদিন একাধিক জায়গায় চলছে নানা ঝামেলার খবর।

  • 4/9

এই বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার সকাল থেকে দুয়ারে সরকার ক্যাম্প গুলিকে পরিদর্শনে গেলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।

  • 5/9

এদিন তিনি শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর বরোর আওতাধীন ৪০ নম্বর ওয়ার্ডের শিবমঙ্গল হাইস্কুলে "দুয়ারে সরকারের" প্রকল্প ক্যাম্প বসানো হয়েছিল প্রশাসনের তরফে। সেই সময় ক্যাম্পের কাজ পরিদর্শনে যান শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।

  • 6/9

পরিদর্শনের সময় ক্যাম্পের বাইরে বেশ কিছু যুবকদের তিনি টাকার বিনিময়ে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ভরে দেওয়ার অভিযোগ পান। অভিযোগ পেয়েই তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরেন। এরপরই কলার ধরে অভিযুক্তকে নিজেই পুলিশের হাতে তুলে দেন তিনি।

  • 7/9

অভিযোগ, ওই যুবক ৩০ টাকার বিনিময়ে লক্ষ্মীর ভান্ডার সহ দুয়ারে সরকারের প্রকল্পের বিভিন্ন ফর্ম ফিলাপ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

  • 8/9

দুয়ারে সরকারের প্রকল্পর ফর্ম ফিলাপ করে জেলায় বেশ কয়েক জায়গায় দূর্নীতি ও টাকার বিনিময়ে ফর্ম ভরে দেওয়ার জন্য এক শ্রেণীর অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর আগে ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকেও একই অভিযোগ উঠেছিল।

  • 9/9

এদিন সকালে যাতে ওই ধরণের কোন ঘটনা না ঘটে সেজন্য নিজেই সরজমিনে ময়দানে নেমেছিলেন পুর প্রশাসক গৌতম দেব। এরপরই নিজেই হাতেনাতে ধরেন এক অভিযুক্তকে। গৌতম দেব বলেন, "এই ধরণের ঘটনা কোনভাবে ঘটতে দেবো না। নিজে দাঁড়িয়ে থেকে সব দেখছি।"

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement