ভয়াবহ দুর্ঘটনায় কবলে আপ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। এখনও পর্যন্ত বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আচমকা ট্রেনের ৫-৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
তবে দুর্ঘটনার বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্থ কামরাগুলি দুমড়েমুচড়ে গিয়েছে কার্যত।
তবে প্রাথমিক ভাবে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য।
তবে প্রাথমিক ভাবে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য।
স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরে একটি কোচ জলের মধ্যে নেমে যায়, সেটিকেও উদ্ধারের চেষ্টা চলছে।
ট্রেনটি বিকানের থেকে গুয়াহাটি যাচ্ছিল। এদিকে ময়নাগুড়ি পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
বিকানের এক্সপ্রেসের ১২টি বগি লাইনচ্যুত হয়েছে এবং যাত্রী ভর্তি ৪টি বগি সম্পূর্ণ উল্টে গেছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ প্রশাসনসহ জেলার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।
ঘটনাস্থলে এসেছে এনডিআরএফও। এর পাশাপাশি প্রচুর অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
আহত যাত্রীদের চিকিৎসার জন্য 30-40টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং শিলিগুড়ি থেকে উদ্ধারকারী ত্রাণ ট্রেনও পাঠানো হচ্ছে।
উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলোকে সতর্ক করা হয়েছে। সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।
ট্রেন দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।