বুধবার অর্থাৎ তৃতীয়ার আলো ঝলমলে রাতে ঘন্টাখানেকের প্রবল ঝড়-বৃষ্টি, উৎসবের শুরুতেই উত্তরবঙ্গবাসীকে খানিকটা থমকে দিয়েছে।
পূর্বাভাস ছিল সকলেই জানে, তবে যতক্ষণ না বৃষ্টি হচ্ছে, ততক্ষণ তো আশা থাকে যে বৃষ্টি হবে না। দিনভর ঝকঝকে আবহাওয়া সেই আশা উসকে দিয়েও শেষ বেলায় আছড়ে পড়ে দুর্যোগ।
বুধবার রাতের বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কম-বেশি ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয় ঝড়-বৃষ্টি। ডুয়ার্সের বেশ কিছু জায়গায় গাছ, দেওয়াল ভেঙে পড়ার খবর রয়েছে।
বৃহস্পতিবার অবশ্য সকাল থেকে মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। বেলা বাড়তে মেঘও কেটে গিয়েছে। তৃতীয়ার পর বড় দুর্গাপুজোর অনেকগুলোই চতুর্থীর বিকেলে উদ্বোধন করে দেওয়া হয়েছে। ফলে দুর্যোগের আশঙ্কা থাকলেও অনেকেই পথে বেরিয়েছিলেন।
উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে,পুজোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই।
২৯ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার তৃতীয়া থেকে ২ অক্টোবর রবিবার যষ্ঠীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
৩ অক্টোবর অষ্টমী থেকে ৫ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। ফলে সারাদিনে অনেকবার দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাহাড়েও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। পুজোর মধ্যে পর্যটক বোঝাই পাহাড়ে যাতে কোনও রকম বিপদ না ঘটে, তার জন্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে।