Durga Puja Weather: সপ্তমী থেকেই দক্ষিণবঙ্গে জারি ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্তের জেরে সপ্তমী এবং অষ্টমী দুই দিনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ঘূর্ণাবর্তের জেরে সপ্তমীতে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টিপাত।
অষ্টমীতেও বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের আভাস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে পঞ্চমী এবং ষষ্ঠীতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। স্থানীয়ভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস।
পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হওয়ায় চিন্তা পড়েছেন সকলেই। বিশেষ করে পুজোর উদ্যোক্তাদের মধ্যেও উদ্বেগ দেখা গিয়েছে।
উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণাবর্তের প্রভাব বেশি থাকবে। ফলে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে কলকাতাতে এখনও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস জারি হয়। কিন্তু কলকাতা সংলগ্ন উঃ ২৪ পরগনা এবং দঃ ২৪ পরগনাতে সপ্তমীতে জারি হয়েছে বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপাতত তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।