Advertisement

পশ্চিমবঙ্গ

North Bengal Weather Update: পুজোয় কোন কোন দিন ভারী বৃষ্টি উত্তরবঙ্গে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 01 Oct 2022,
  • Updated 6:21 PM IST
  • 1/8

বৃষ্টির ভ্রুকুটি নিয়েই পুজোর কদিন কাটাতে হবে। আবহাওয়ার পূর্বাভাসে টানা এমন সঙ্কেত পাওয়ার পরই মন খারাপ উত্তরের। গোটা রাজ্য়েই দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তা থেকে বাদ যাবে না উত্তরবঙ্গও।

  • 2/8

ষষ্ঠীর দিন হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের কোনও জেলাতেই তেমন বৃষ্টি হয়নি। পাহাড়ের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে বলে খবর।

  • 3/8

শনিবার সকাল থেকেই চড়া রোদ ছিল উত্তরের আকাশে। যা চওড়া হাসি ফুটিয়েছে উত্তরবঙ্গবাসীর মুখে। দিনের তাপমাত্রাও কিছুটা বেড়েছে। দিনভর আর্দ্রতাও বেশি ছিল গত কয়েক সপ্তাহের চেয়ে। বিকেলের পর থেকে তাপমাত্রা কমেছে।

  • 4/8

এদিন আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে,আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ০২ অক্টোবর সপ্তমীর সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

  • 5/8

তবে উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমী থেকে বৃষ্টি তুলনামূলক বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 

  • 6/8

নবমী অর্থাৎ মঙ্গলবার থেকে দার্জিলিং,জলপাইগুড়ি,কালিম্পং,আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

  • 7/8

উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ও রবিবার অর্থাৎ ২ অক্টোবর সপ্তমীতে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

  • 8/8

এরপর ৩ অক্টোবর অষ্টমী থেকে ৫ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement