Advertisement

পশ্চিমবঙ্গ

Durga Puja Saptami Weather Update: সপ্তমীতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কখন? থাকল লেটেস্ট আপডেট

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2022,
  • Updated 6:47 AM IST
  • 1/14

পুজোতে এবার বৃষ্টি অব্যাহত থাকবে তা আগেই জানিয়েছিল  আবহাওয়া দফতর। যার নমুনা মিলেছে ষষ্ঠীর দিনেই। 
 

  • 2/14

 ষষ্ঠীর দিন সন্ধ্যা নামতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভেজে কলকাতা, ভেজে একাধিক জেলাও। তবে ছাতা মাথায় দিয়েই পুজো মণ্ডপগুলিতে  ভিড় করেছিলেন দর্শনার্থীরা। 

  • 3/14

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, সপ্তমীতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 4/14

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য অংশে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। তার প্রভাব বেশি পড়বে রাজ্যের  উপকূলবর্তী জেলাগুলিতে । 

  • 5/14

রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘূর্ণাবর্তের জেরে হতে পারে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে পশ্চিমের কিছু জেলা, অর্থাৎ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ২ থেকে ৫ অক্টোবর— অর্থাৎ  সপ্তমী থেকে দশমী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 6/14

হাওয়া অফিসের পূর্বভাস, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বাড়তে পারে বৃষ্টি। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 7/14

সপ্তমী ও অষ্টমীর দিন কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

  • 8/14

৪ ও ৫ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিনও কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

  • 9/14

হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তমীতে বৃষ্টি বাড়বে, এবং তা চলবে দশমী পর্যন্ত। যেসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়া।

  • 10/14

২ অক্টোবর সপ্তমীতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। 

  • 11/14

৩ অক্টোবর অষ্টমীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
 

  • 12/14

৪ অক্টোবর নবমীতেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

  • 13/14

৫ অক্টোবর দশমীতেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

  • 14/14

আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তমীর দিন উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement