Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast For Saturday: কয়েক ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের জেলাগুলিতে, ক'দিন চলবে?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 26 Aug 2022,
  • Updated 10:11 PM IST
  • 1/10

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পরও এখনও তেমন বৃষ্টি শুরু হয়নি। শুক্রবার দু'এক জায়গায় হালকা বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গাই ছিল শুকনো ও উত্তপ্ত। 

  • 2/10

দিনভর উত্তাপের আঁচে পুড়েছে উত্তরের সমস্ত জেলা। আকাশে মাঝে মাঝে মেঘ দেখা দিলেও তা বৃষ্টি হয়ে আর ঝরেনি। ফলে অস্বস্তি ছিলই।

  • 3/10

তবু শুক্রবার ফের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের সব জেলায়। কমবেশি বৃষ্টি হবে হিমালয় সংলগ্ন পশ্চিবঙ্গ থেকে উত্তরবঙ্গের দক্ষিণ অংশ পর্যন্ত।

  • 4/10

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টিপাত।

  • 5/10

পাশাপাশি শনিবার দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবি এবং সোমবার বৃষ্টি কিছুটা কমতে পারে।

  • 6/10

এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে।

  • 7/10

বিশেষত উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে কিছু জায়গায় ধসের সম্ভাবনাও রয়েছে।

  • 8/10

কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ২৭ অগাস্ট শনিবার থেকেই বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টি হবে। ২৮ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

  • 9/10

তবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং, কালিম্পংয়ে শনিবারও ভারী বৃষ্টি হবে বলে আভাস দেওয়া হয়েছে। 

 

  • 10/10

তাপমাত্রা তেমন বাড়ার ইঙ্গিত না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মূলত গুমোট ও আর্দ্রতা বাড়াবে। বৃষ্টি না হলে ভ্যাপসা ভাব থাকবে।

Advertisement
Advertisement