'আমি কোনও নতুন রাজ্যের পক্ষে সওয়াল করিনি'। আসলে উত্তরবঙ্গের মানুষের বহুদিনের ইচ্ছা। সেটা আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছে এর মধ্যে কোনো অন্যায় নেই। ভারতীয় জনতা পার্টি কোনো বিভাজনে বিশ্বাস করে না।
রবিবার সন্ধ্যায় শিলিগুড়িতে দলীয় কর্মীদের রাখি বন্ধন উৎসবে অনুষ্ঠানে যোগ দিতে এসে শিলিগুড়িতে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত শনিবারই জলপাইগুড়িতে দলীয় অনুষ্ঠানে গিয়ে বিজেপি সাংসদ জন বারলাকে পাশে দিলীপ ঘোষ বলেছিলেন,'পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি অন্যায্য নয়'।
তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলের অনেকের মতে বিজেপি রাজ্য সভাপতি পৃথক রাজ্যের দাবিতে সায় দিচ্ছে বলে অভিযোগ করেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতির এই ধরনের মন্তব্য করে বিজেপির অন্দরেই শুরু হয় অন্তর্দ্বন্দ্ব। তাঁর এই বক্তব্যকে কার্যত বিরোধিতা করে দলেরই নেতা রাহুল সিনহা।
তবে রবিবার আবারও তিনি শিলিগুড়িতে উত্তরবঙ্গকে পৃথক করার দাবিকে সমর্থনকরি সাংসদ ও বিধায়কদের ঘুরিয়ে সমর্থন করলেন । এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উত্তরবঙ্গের মানুষের বহুদিনের ইচ্ছা সেটা আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছে এর মধ্যে কোনো অন্যায় নেই।
ভারতীয় জনতা পার্টি কোনো বিভাজনে বিশ্বাস করে না। আমরা গোর্খাল্যান্ড ও পৃথক কামতাপুর সমর্থন করি না। আমরা চাই উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন হোক। অন্যদিকে এদিন তিনি আরও বলেন দুয়ারে সরকার হয়ে গেছে এখন সেটা বিপর্যয় সরকার হচ্ছে। অপরদিকে এদিন তিনি বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের সঠিক তদন্ত করে শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে সে যেই দলেরই হোক না কোনো।
এদিন সন্ধ্যায় শিলিগুড়ির গেট বাজার এলাকায় বিজেপির 6 নং মণ্ডল কমিটির তরফে রাখি বন্ধন কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। এদিন বিজেপির মহিলা সমর্থকরা দিলীপ ঘোষকে খাদা পরিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি রাখি পরান। এদিন দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বিজেপি জেলা কার্যকর্তারা।