Advertisement

উত্তরবঙ্গ

স্বাধীনতা দিবসে তোলপাড় এনজেপি স্টেশন, বোমাতঙ্কে ঘুম ছুটল নিরাপত্তারক্ষীদের

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 15 Aug 2021,
  • Updated 11:31 AM IST
  • 1/9

একেই স্বাধীনতা দিবস। তার ওপর অজ্ঞাতপরিচয় বস্তু দেখে সাতসকালে শিলিগুড়ির এনজেপি স্টেশনে ছড়াল বোমাতঙ্ক।
 

  • 2/9

লাল রঙের গোলাকার বস্তু থেকে দেখে আঁতকে উঠলেন যাতায়াতকারী স্বল্পসংখ্যক যাত্রীরা। তড়িঘড়ি আরপিএফ কে খবর দেওয়া হল।

  • 3/9

তাঁরা এসে নিজেরাও আতঙ্কে ধারে কাছেই ঘেঁষলেন না অনেকেই। খবর গেল আরপিএফ এর স্কোয়াডের কাছে।

  • 4/9

ধরা পড়েছে বোম স্কোয়াড কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ব্যারিকেড দিয়ে বস্তুটিকে উদ্ধার করে নিয়ে গেলেন নিজেদের হেফাজতে।

  • 5/9

অবশেষে হাঁফ ছেড়ে বাঁচল এনজেপি স্টেশন চত্বর তবে বস্তুটি আদতে কি তা জিজ্ঞাসা করা হলে জানা গিয়েছে লাল রংয়ের বস্তুটি আসলে ফলের র্যাপারে মোড়া একটি নারকেল।

  • 6/9

ফলে অনেকটাই সুস্থ হয়ে ফিরেছে। তবুও যেহেতু নারকেলটি ফাটিয়ে দেখা যায়নি, তাই এখনও পর্যন্ত এ্কশো শতাংশ নিশ্চিত নন তাঁরা।

  • 7/9

স্কোয়াড এর কর্মীরা তারা সেটি নিয়ে গিয়ে পরীক্ষা করে এবং নিরাপদ জায়গায় খুলে দেখতে চান।

 

  • 8/9

তারপরই জানাতে পারবেন বস্তুটি আসলে নারকেল না তার ভিতরে অন্য কিছু রয়েছে। তবে বোমা বলে যে আতঙ্ক ছড়িয়েছিল, তার প্রভাব রয়েছে খবর লেখা পর্যন্ত।

  • 9/9

কে বা কারা ওই বস্তুটি ফেলে রেখে গিয়েছে, তা সিসিটিভি দেখে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এ ধরণের গাফিলতি নিয়ে সতর্ক করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement