নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute), কলকাতা। মোটা মাসিক বেতনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
মোট ৪৩টি শূন্যপদে ইঞ্জিয়ার, ইলেকট্রিশিয়ান, লিফ্ট অপারেটর, ল্যাবরেটরি সহকারি ইত্যাদি বিভিন্ন বিভাগে নিয়োগ করছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute), কলকাতা।
এর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ার (শূন্যপদ ২টি), সিভিল ইঞ্জিয়ার (শূন্যপদ ৩টি), অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ার (শূন্যপদ ৩টি), ইলেকট্রিশিয়ান (শূন্যপদ ১৪টি), লিফ্ট অপারেটর কাম মেকানিক (শূন্যপদ ৮টি), ড্রাইভার (শূন্যপদ ১টি), রাঁধুনি (শূন্যপদ ১টি), লাইব্রেরি সহকারি (শূন্যপদ ৪টি), ল্যাবরেটরি সহকারি (৪টি), রেপ্রো ফোটো সহকারি (শূন্যপদ ২টি) এবং ফার্ম সহকারি (শূন্যপদ ১টি)।
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত পদগুলির শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা সম্পর্কে খুঁটিনাটি জানতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.isical.ac.in/ নজর রাখুন।
বয়সসীমা: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের উল্লেখিত পদগুলির জন্য আবেদনকারীর বয়সসীমা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে https://www.isical.ac.in/ নজর রাখুন।
মাসিক বেতন: কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (Indian Statistical Institute) উল্লেখিত পদগুলিতে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ১৭,০০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত!
কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (Indian Statistical Institute) উল্লেখিত পদগুলির ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ফি ৪০০ টাকা আর প্রসেসিং ফি ১০০ টাকা দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি দিলেই চলবে।
দেশ ও রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে এই নিয়োগ পরীক্ষা অনলাইনে হবে কী না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কর্তৃপক্ষ। পরীক্ষার তারিখ, স্থান নির্দিষ্ট সময়ে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে (www.isical.ac.in) গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৩ জুলাই, ২০২১ পর্যন্ত অলাইনে আবেদন জানানো যাবে।