সাত সকালে গাছের মগডালে উঠে আটকে গেল চিতাবাঘ। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে লড়াই করে এসএসবি ও বন দপ্তর কর্মীরা উদ্যোগে উদ্ধার হয় চিতাবাঘ।
এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের কালুয়াজোতের ঘুঘুঝোড়া এলাকায়। এলাকাবাসী এটি দেখে আতঙ্কে ছোটাছুটি করতে পারে।
জানা গিয়েছে, এদিন সকালে নকশালবাড়ির কলাবাড়ি জঙ্গল থেকে মেচি নদী পার করে ঘুঘঝোড়ায় ঢুকে পরে চিতাবাঘটি। কোনও শিকারের জন্য গাছের উপর থেকে নজর রাখতে উঠেছিল।
কিন্তু চিতাবাঘটি গাছে উঠে কোনওভাবে দুটো ডালের মধ্যে আটকে যায়। বিষয়টি দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীরাই এরপর পুলিশ, বন দপ্তর ও এসএসবিকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টুকুরিয়াঝাড় রেঞ্জের বনকর্মী ও এসএসবি জওয়ানরা। প্রথমে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। তারপরও চিতাহাঘটিকে নামানো যাচ্ছিল না।
তারপর গাছটি কেটে চিতাবাঘটিকে নামানো হয়। গাছ থেকে নেমেই চিতাবাঘটি পালানোর চেষ্টা করে। কিন্তু ঘুমপাড়ানি গুলির কারণে কিছুটা দূর যেতেই জ্ঞান হারিয়ে পড়ে যায়।
এরপর সেটিকে জালবন্দি করে নিয়ে যায় বন কর্মীরা। সেটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এর আগেও বেশ কয়েকবার এই এলাকায় চিতা দেখা গিয়েছে। পাশেই কার্শিয়াং ডিভিশনেলর বাগডোগরা ও টুকুরিয়া রেঞ্জ থেকে চিতাবাঘ এলাকায় ঢুকে পড়েছে। তবে গাছে আটকে যাওয়ার ঘটনা এই প্রথম।