ন্যাকের মূল্যায়নের স্বীকৃতির শংসাপত্র হাতে পেল মালদা কলেজ। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাকের বিচারে বি প্লাস শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান পেল মালদহ কলেজ।
মালদা জেলার প্রথম কলেজ হিসাবে এই স্বীকৃতি পেল মালদহ কলেজই। এমনটাই দাবি করেছেন মালদা কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গিয়েছে ১ এবং ২ এপ্রিল ন্যাকের একটি প্রতিনিধিদল মালদা কলেজে পরিদর্শনে আসেন। কলেজের পড়াশোনা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন ন্যাকের পরিদর্শকরা।
এরপর বৃহস্পতিবার এই স্বীকৃতির কথা জানতে পারেন কলেজ কর্তৃপক্ষ। এই সম্মানে উল্লসিত কলেজের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং প্রাক্তনীরা।
মালদা কলেজের অধ্যক্ষ মানুষ কুমার বৈদ্য জানান,এর আগে ন্যাকের মূল্যায়নে মালদা কলেজ বি শ্রেণীভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে বি প্লাস মর্যাদায় উন্নীত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত মালদা কলেজ উত্তরবঙ্গের প্রথমসারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়। আমরা দুটি বিভাগে একটু পিছিয়ে রয়েছি। বাদবাকি পাঁচটি বিভাগেই আমাদের ভাল ফলাফল হয়েছে। আগামী দিনে আমরা সবকটি বিভাগেই ভাল ফলাফল করব । আমাদের আগামীদিনের লক্ষ A গ্রেড পাওয়া।