Advertisement

পশ্চিমবঙ্গ

আদিবাসীদের থান নির্মাণে আর্থিক তছরূপের অভিযোগ উত্তাল মালদা

মিল্টন পাল
  • মালদা,
  • 23 Sep 2021,
  • Updated 10:48 AM IST
ধর্মীয় থান নির্মাণে আর্থিক তছরূপের অভিযোগ
  • 1/6

আদিবাসীদের ধর্মীয় মাঝি থান নির্মাণে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আদিবাসী সমাজের অভিযোগ বেশ কিছু ঠিকাদারি সংগঠন ও বেশকিছু সরকারি আধিকারিকের বিরুদ্ধে। গোটা ঘটনায় ক্ষুব্ধ আদিবাসী সমাজ আন্দোলনে নামতে চলেছে।
 

  • 2/6

মাঝি থান নির্মাণের নামে চরম দুর্নীতি করা হয়েছে গোটা বিষয়টি নিয়ে সরব বিজেপি। এ ধরণের ঘটনা ঘটে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

  • 3/6

বছরখানেক আগে মালদা জেলার আদিবাসী অধ্যুষিত হবিবপুর, গাজল, বামন গোলা ও পুরাতন মালদা ব্লকের আদিবাসী গ্রামগুলিতে প্রায় ৯০০ টি মাঝি থান নির্মাণ করে রাজ্য সরকার। এই মাঝি থান গুলি হল আদিবাসী সমাজের ধর্মীয় স্থান। এক একটি মাঝি থান প্রকল্পের জন্য ৩৭ হাজার টাকা বরাদ্দ হলেও সেই টাকা খরচ করা হয়নি বলে দাবি আদিবাসী সমাজের।

  • 4/6

চরম নিম্নমানের কাজ করা হয়েছে বছর ঘুরতেই সেই থান ভেঙে পড়ছে। আদিবাসী সমাজের অভিযোগ কেন্দ্র ও রাজ্য সরকার আদিবাসীদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও কিছু সরকারি আমলা দের মদতে কিছু ঠিকাদার সেই টাকা লুটপাট করেছে।

  • 5/6

অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হলে তারা আন্দোলনে নামবেন। জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তারা। গোটা ঘটনা নিয়ে সরব হয়েছে হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু।

 

  • 6/6

এই ধরনের প্রতারণা দল বরদাস্ত করবে না আদিবাসীদের পাশে তৃণমূল আছে এ ধরনের ঘটনা ঘটলে দল বলবে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে দাবি তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement