Advertisement

পশ্চিমবঙ্গ

Ilish : হাসিনার গিফ্ট! পদ্মার ইলিশ হাওড়ায়, আপনার পাতে সে সুখ কবে?

বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 23 Sep 2021,
  • Updated 12:13 PM IST
  • 1/17

Ilish: বহু প্রতীক্ষার পর কলকাতা এল বাংলাদেশের ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এ রাজ্যে ঢোকে। 

  • 2/17

বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া পাইকারি মাছ বাজারের শুরু হয়েছে ওই ইলিশের বেচাকেনা।

  • 3/17

২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

  • 4/17

এরপর ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ রফতানি বন্ধ ছিল। কিন্তু বাংলাদেশ সরকার গত দু'বছর পর এ বছরেও পুজোর আগে উপহার হিসেবে বাংলাদেশের ইলিশ পাঠাতে রাজি হয়।

  • 5/17

সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক কলকাতায় ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়।

  • 6/17

এ ব্যাপারে ৫২ জন মাছ আমদানীকারীকে ৪০ মেট্রিক টন করে মাছ এপার বাংলায় পাঠাবে বলে ঠিক হয়। সেই অনুযায়ী বুধবার রাতেই এ বছরে প্রথম বাংলাদেশের ইলিশের গাড়ি হাওড়া পাইকারি মাছ বাজারে ঢোকে।

  • 7/17

১০ অক্টোবরের মধ্যে ২ হাজার ৮০ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ মাছ এখানে ঢুকবে। তেমনই ঠিক হয়েছে।

  • 8/17

বেশিরভাগ মাছের ওজন এক কেজি বা তার বেশি। নিলামে মাছের দাম ঠিক হবে। এমনি হয়ে আসছে।

  • 9/17

ব্যবসায়ীরা জানান, দাম বারোশো থেকে তেরোশো টাকা কেজি পর্যন্ত উঠতে পারে এই বাজারে। পরে এই মাছ ছড়িয়ে পড়বে কলকাতার সবকটি বড় বাজারে।

  • 10/17

এ বছরে দিঘা, শংকরপুর, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার থেকে সেভাবে ইলিশ আসেনি। যতটুকু ইলিশ ধরা পড়েছিল তা খোকা ইলিশ। 

  • 11/17

বাংলাদেশের ইলিশ ঢোকায় এবারে বড় ইলিশের ঘাটতি মিটবে। বাঙালির পাতে দেখা যেতে পারে পদ্মার রুপোলী শস্য।

  • 12/17

বাংলাদেশের হাওড়া পাইকারি মাছ বাজারে বাংলাদেশের ইলিশ বৃহস্পতিবার প্রথম একশো মেট্রিক টন এসেছে যদি আজকে প্রথম দিন।

  • 13/17

তাই বাজারে মাছের দাম একটু বেশি রয়েছে। সকালেই শুরু হয়ে যায় নিলাম।

  • 14/17

ছোট সাইজের ইলিশ বিকোয় ৭০০ টাকায়। আর বড় সাইজ ইলিশের দাম ছিল ১,২৩০ টাকা।

  • 15/17

হোলসেল মার্কেটের রয়েছে যদিও খোলাবাজারে একটু দাম বেশি থাকবে।

  • 16/17

এইবার আসার পর মাছের দাম কিছুটা কমবে। এমনই আশা করছেন ব্যবসায়ীরা।

  • 17/17

আরও মাছ আসবে। ফলে দাম আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement