Advertisement

উত্তরবঙ্গ

গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত মালদার রতুয়া, কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে

মিল্টন পাল
  • মালদা,
  • 05 Sep 2021,
  • Updated 12:51 PM IST
  • 1/6

তৃণমূল পরিচালিত রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সরাসরি জেলা সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব অপসারিত সভাপতি সুমিত্রা সরকার।
 

  • 2/6

কোনও রকম ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। গোটা ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি।

  • 3/6

তৃণমূল পরিচালিত ২ নম্বর পঞ্চায়েত সমিতির মোট ২৪ টি আসনের মধ্যে ২১ টি আসন দখলে রয়েছে তৃণমূলের। বিজেপির দুটি আসন একটি আসন কংগ্রেসের।

  • 4/6

দুই বিজেপি সদস্যকে সাথে নিয়ে ওই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডাকেন দলের সদস্যরা। সেই অবস্থায় অপসারিত হন সুমিত্রা সরকার। এরপরই সরাসরি জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।

  • 5/6

এই অপসারণের পিছনে মদত রয়েছে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। 

 

  • 6/6

রহিম বক্সি বলেন, ওই সভাপতিকে দলের সদস্যরা অনাস্থা ডেকে সরিয়ে দিয়েছেন। দলের হুইপ অমান্য করা হয়েছে। দল সভাপতির পাশেই ছিল। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। সভাপতির এই অপসারণকে কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement
Advertisement