এর আগে জেলা সফরে গিয়ে চায়ের দোকানে দল ও প্রশাসনের লোকেদের চা বানিয়ে খাইছেন তিনি। কখনও আবার গ্রামের হোটেলের হেঁশেলে ঢুকে সরাসরি খুন্তি নাড়াতে দেখা গিয়েছে তাঁকে।
আর এবার পাহাড়ের রাস্তায় বানালেন মোমো (Momo)। তিনি আর কেউ নন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকা তাঁর যে স্বভাবজাত, তা আরও একবার দেখা গেল বৃহস্পতিবার।
বর্তমানে প্রশাসনিক সফরে দার্জিলিঙে (Darjeeling) রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - বিশ্বের বৃহত্তম ঝুলন্ত ব্রিজ! এবার মাত্র ৬ মিনিটে এশিয়া থেকে ইউরোপ
এদিন মর্নিং ওয়াকে বেরিয়ে সেই পাহাড়ের রাস্তার ধারেই একটি চা-কফি মোমোর দোকানে দাঁড়িয়ে পড়েন মমতা। দোকানের মেয়েদের সঙ্গে কথা বলেন তিনি।
চা-কফিও পান করেন। এরপর হঠাৎই দোকানের মেয়েদের সঙ্গেই মোমো বানাতে শুরু করে দেন মমতা। যা দেখে রীতিমতো অবাক দোকানের মেয়েরা।
যদিও মুখ্যমন্ত্রী অবশ্য তাতে থেমে যাননি। দোকানের মেয়েদের সঙ্গে হাতে হাতে মিলিয়ে বানিয়ে ফেললেন মোমো।