Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, কোন জেলায় কেমন আবহাওয়া?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 25 Jul 2022,
  • Updated 9:03 PM IST
  • 1/6

উত্তরবঙ্গে প্রথম থেকেই বর্ষার দাপট দেখা গিয়েছে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • 2/6

উত্তরবঙ্গে সেটা হঠাৎ করে কমে গিয়েছে। কয়েকদিন ধরে গরম এতটাই বেড়ে গিয়েছিল যে এক ছাত্রী অসুস্থ হয়ে মারাও গিয়েছেন। তবে এখন সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে।
 

  • 3/6

মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বদলাতে পারে আবহাওয়া। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এই বছর সময়ের আগেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা।

  • 4/6

উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের পর প্রবল বৃষ্টিপাত হয়। তা সত্বেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। সোমবার কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

  • 5/6

তবে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে তুলনামূলক বেশি বৃষ্টি হবে।

 

  • 6/6

পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা মাঝারি। বিপদের সম্ভাবনা আপাতত নেই। তবে বৃষ্টি হলে বেশি ঘোরাঘুরি না করতে বলা হয়েছে। ধস আপাতত নামবে না।

Advertisement
Advertisement