Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা জারি এই সব জেলায়

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 09 Oct 2022,
  • Updated 9:22 PM IST
  • 1/10

উত্তরবঙ্গ ও সিকিমের অতিবৃষ্টির সম্ভাবনা। এমনই সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। জানানো হয়েছে উত্তরবঙ্গ ও নিম্ন সিকিমের বেশ কিছু এলাকায় ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 2/10

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৯ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে ১২ অক্টোবর বুধবারের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 3/10

আবহাওয়া দফতরের তরফে এই সময়ে সিকিমের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

  • 4/10

১০ অক্টোবর সোমবার কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে দার্জিলিং-এরও দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায়, সেখানেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

  • 5/10

এই সময়ে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

  • 6/10

১১ অক্টোবর মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ১২ অক্টোবর বুধবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

  • 7/10

৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মধ্যে সিকিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

  • 8/10

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং,কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে।

  • 9/10

পাহাড় থেকে নামা নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 

  • 10/10

আবহাওয় দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়েছে পাহাড়ের ঢালে। সেই কারণে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement
Advertisement