Darjeeling Snowfall North Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে যতই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত থাকুক না কেন,তার প্রভাব উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা প্রায় নেই। বরং সুখবর শোনাচ্ছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। আগামী তিন থেকে চারদিন দার্জিলিং-এ হাল্কা বৃষ্টিও হতে পারে।
দার্জিলিংয়ের আকাশ একেবারে ঝকঝকে। নীল আকাশের বুকে দেখা মিলছে ঝকমকে কাঞ্চনজঙ্ঘার। আর এমন আবহাওয়াতেই তো আকাশ চিরে নেমে আসে শুভ্র পেঁজা তুলোর মত তুষার।
তাহলে কী তুষারপাত আসন্ন? কী বলছে আবহাওয়াবিদরা? তুষারপাতের সম্ভাবনা একাধিকবার দেখা দিলেও এ বছর এখনও সেভাবে তুষারপাত হয়নি দার্জিলিংয়ে।
তবে এবার দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পৌষ সংক্রান্তিতে দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে।
সোমবার ও মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং শহরে পড়বে কি না, তা অবশ্য জোর দিয়ে বলতে পারছেন না। পড়তেও পারে আবার নাও পড়তে পারে।
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা তথা আবহাওয়াবিদ গোপীনাথ রাহা জানিয়েছেন,উত্তর সিকিমের লাচুং-লাচেনে তুষারপাত চলছে। সোমবার অথবা মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আর তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই তৎপরতা শুরু হয়েছে পর্যটনে। কারণ তুষার পড়লেই ফের চাহিদা শুরু হবে হোটেল, গাড়িতে। ফলে ফের তুষারে লক্ষ্মীলাভের সম্ভাবনা।