Advertisement

উত্তরবঙ্গ

Darjeeling Snowfall North Bengal Weather Forecast: সোমবারই দার্জিলিংয়ে তুষারপাত, সুখবর দিল আবহাওয়া দফতর

Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 14 Jan 2023,
  • Updated 7:09 PM IST
  • 1/8

Darjeeling Snowfall North Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে যতই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত থাকুক না কেন,তার প্রভাব উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা প্রায় নেই। বরং সুখবর শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 2/8

উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। আগামী তিন থেকে চারদিন দার্জিলিং-এ হাল্কা বৃষ্টিও হতে পারে।

  • 3/8

দার্জিলিংয়ের আকাশ একেবারে ঝকঝকে। নীল আকাশের বুকে দেখা মিলছে ঝকমকে কাঞ্চনজঙ্ঘার। আর এমন আবহাওয়াতেই তো আকাশ চিরে নেমে আসে শুভ্র পেঁজা তুলোর মত তুষার।

  • 4/8

তাহলে কী তুষারপাত আসন্ন? কী বলছে আবহাওয়াবিদরা? তুষারপাতের সম্ভাবনা একাধিকবার দেখা দিলেও এ বছর এখনও সেভাবে তুষারপাত হয়নি দার্জিলিংয়ে। 

  • 5/8

তবে এবার দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পৌষ সংক্রান্তিতে দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে। 

  • 6/8

সোমবার ও মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং শহরে পড়বে কি না, তা অবশ্য জোর দিয়ে বলতে পারছেন না। পড়তেও পারে আবার নাও পড়তে পারে।

  • 7/8

সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা তথা আবহাওয়াবিদ গোপীনাথ রাহা জানিয়েছেন,উত্তর সিকিমের লাচুং-লাচেনে তুষারপাত চলছে। সোমবার অথবা মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

 

  • 8/8

আর তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই তৎপরতা শুরু হয়েছে পর্যটনে। কারণ তুষার পড়লেই ফের চাহিদা শুরু হবে হোটেল, গাড়িতে। ফলে ফের তুষারে লক্ষ্মীলাভের সম্ভাবনা।

Advertisement
Advertisement