Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: শীতের আবহেও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, কবে?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 02 Nov 2022,
  • Updated 9:08 PM IST
  • 1/8

উত্তরবঙ্গের বাতাসে ভোরের ঠান্ডাভাব ঢুকে পড়েছে। তাছাড়া সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে বাতাসে ঠান্ডাভাবে পড়া শুরু হয়েছে।

  • 2/8

তাপমাত্রা এখনও নামেনি, তবে প্রকৃত তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা অনুভব হচ্ছে। ফলে শীত না ঢুকেও শীতভাব চলে এসেছে।

  • 3/8

দক্ষিণবঙ্গের অনেক জেলার মতো উত্তরবঙ্গেও ভোরের দিকে ফাঁকা জায়গায় কুয়াশা তৈরি হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও বাড়ছে।

  • 4/8

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৪ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলার তাপমাত্রা বেশি থাকবে না। 

  • 5/8

আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন দিন ও রাতের তাপমাত্রার সে রকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

  • 6/8

তবে বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

  • 7/8

বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও তেমন বৃষ্টি হবে না। তবু ধস নিয়ে সতর্ক করা হয়েছে।

 

  • 8/8

আগামী কয়েকদিনে অবশ্য তাপমাত্রা নামার সম্ভাবনা তেমন নেই। তবু শীতের আমেজ বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement