Advertisement

উত্তরবঙ্গ

করোনা বিধি না মেনে কাজে গিয়ে বিপত্তি, গোটা অফিস ঢুকল জেলে

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 17 Jul 2021,
  • Updated 6:18 PM IST
  • 1/11

করোনা রুখতে সরকারের কড়া বিধিনিষেধ শিথিল হতেই সরকারের নির্দেশিকাকে অমান্য করে চলছিল বেসরকারি অফিস।

  • 2/11

খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে গোটা অফিসের উপস্থিত ৬১ জন কর্মীকে গ্রেপ্তার করল।

  • 3/11

ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা ধারা লঙ্ঘন আইনে মামলা করেছে পুলিশ। তবে সরকারি নির্দেশকে অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে কি ভাবে অফিস চলছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

  • 4/11

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেই স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই।

  • 5/11

সরকারি স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শিলিগুড়ির শালুগাড়ার সেবক রোডের একটি গোল্ড লোন সংস্থার অফিস চলছিল।

  • 6/11

অফিসে ৩০ থেকে ৩২ জন থাকার কথা থাকলেও উপস্থিত ছিল ৬০ জনের বেশি। খবর পেয়ে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ।

  • 7/11

অভিযোগ, কোভিড বিধিকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে অফিসে মিটিং চলছিল। শনিবার সংস্থার ম্যানেজার সহ ৬১ জনকে বিপর্যয় মোকাবিলা ধারা লঙ্ঘণ করার অপরাধে গ্রেফতার করা হয়।

  • 8/11

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP ইস্ট জয় টুডু বলেন, করোনা স্বাস্থ্যবিধি কে পালন না করে ওই বেসরকারি সংস্থার কার্যালয়ে বৈঠক চলছিল।

  • 9/11

পুলিশের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই বৈঠক করছিলেন তাঁরা। গাদাগাদি বৈঠকে স্বাস্থ্য বিধি মানা হয়নি।

  • 10/11

তাই খবর পেয়ে বাধ্য হয়েই ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করে বলে ডিসি জানান।

  • 11/11

ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করছে ভক্তিনগর থানার পুলিশ। গোটা অফিস এভাবে গ্রেফতারের ঘটনা এর আগে মনে করতে পারছেন না কেউই।

Advertisement
Advertisement