প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলিগুড়ি সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে নরেন্দ্র মোদির জীবনের ওপারে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এই মেলার নাম দেওয়া হয় নব ভারত মেলা। মেলায় নরেন্দ্র মোদির ছোট বয়স থেকে বর্তমান জীবন পর্যন্ত যে সমস্ত উপলব্ধি রয়েছে সেই সমস্ত চিত্রের মাধ্যমে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়।
এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায় সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ককে শংকর ঘোষ এবং মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশজুড়ে বিজেপি তরফে বলা হয়েছিল কুড়ি দিন ধরে পালন করা হবে প্রধানমন্ত্রী জন্মদিন।
গোটা দেশের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী-সমর্থকেরা এই কুড়ি দিন নানা রকম অনুষ্ঠান এবং সেবামূলক কাজ করবে। তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ।
গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা যুব মোর্চার তরফে শিলিগুড়ির 4 নং ওয়ার্ডের মহানন্দ পাড়া এলাকায় একটি ক্লাবের হলঘরে এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
এই প্রদর্শনীর নাম দেওয়া হয় "নব ভারত মেলা"। এই মেলায় প্রধানমন্ত্রীর শৈশব থেকে বর্তমান জীবনের নানা ঘটনা এবং বিভিন্ন মুহূর্ত ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
শুধু তাই নয় এই মেলার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে সমাজসেবামূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলি কেউ তুলে ধরা হয়। জন্মদিন উপলক্ষে প্রচার করা হয় সরকারি প্রকল্পের।
মূলত প্রধানমন্ত্রীর ঘোষিত যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে সেগুলি কেউ এই মেলায় প্রাধান্য দেওয়া হয়। এদিন প্রথমদিন মেলার সূচনা করেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায়।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপির জেলা কমিটির নেতৃত্ব বৃন্দ।
এদিন শিলিগুড়িতে মেলার উদ্বোধন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ, জেলা সম্পাদক রাডু সাহা সহ অন্যরা।