মহালয়ার সকালে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে বটে, তবে তা পূর্বাভাসের সঙ্গে মানানসই মোটেও নয়। ভারী বৃষ্টির পূর্বাভাসের পর ওই বৃষ্টি তেমন পাত্তা পায়নি উত্তরবঙ্গবাসীর কাছে।
মেঘলা আকাশ থাকলেও কোথাও তেমন কোনও ভারী বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের ২৪ ঘন্টা আগের দেওয়া পূর্বাভাস থেকে অনেকটা সরে জানানো হয়েছে অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় বাংলার কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
তবে মঙ্গলবার উত্তরবঙ্গের অন্তত তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে বলে ফের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগর এবং লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে তার প্রভাবে কতটা প্রতিক্রিয়া দেখা দেবে উত্তরবঙ্গের আবহাওয়াতে, সে সম্পর্কে কোনও তথ্য মেলেনি হাওয়া অফিসের তরফ থেকে।
সোমবার দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পাহাড়ে এখন বেশ ঠাণ্ডা। তার প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে লাগোয়া সমতলেও। তবে এই এলাকায় ঠান্ডা পড়তে আরও এক মাসের বেশি সময় দেরি রয়েছে বলে জানা গিয়েছে।