Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: অষ্টমীর পর নবমী-দশমীতেও বৃষ্টির ভ্রুকুটি, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 03 Oct 2022,
  • Updated 7:47 PM IST
  • 1/8

পুজোর আগে থেকেই চলছে। পুজোর মধ্য়েও বিরাম নেই। আচমকা তৈরি হওয়া নিম্নচার পুজোর কটাদিনই নিস্তার দিচ্ছেন বাংলাকে। দক্ষিণ হোক কিংবা উত্তর পুজোয় দুর্যোগ অব্যাহত।

  • 2/8

সকাল থেকেই ঝড়-বৃষ্টিতে কাটল উত্তরবঙ্গের অষ্টমী। সোমবার সকাল থেকেই কোথাও হালকা এবং কোথাও ভারী বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় ঝড়ও হয়েছে।

  • 3/8

রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি হলেও তা সকালে মতো তেমন ব্যাপক ছিল না। কোনও মতে অষ্টমী কেটেছে। কিন্তু নবমী কাটবে কীভাবে? দশমীতেই বা কেমন থাকবে আবহাওয়া?লাখ টাকার প্রশ্ন এখন এটাই।

  • 4/8

এদিন উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে,আবহাওয়া দফতরের তরফে। দু-একটি জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। 

  • 5/8

৩ অক্টোবর অষ্টমী থেকে ৫ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

  • 6/8

৪ অক্টোবর, নবমীতেও উত্তরবঙ্গের বেশির ভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।  

  • 7/8

দার্জিলিং-কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

  • 8/8

৫ অক্টোবর, দশমীতে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে দুর্যোগের আশঙ্কা মাথায় নিয়েই কাটবে পুজো।

Advertisement
Advertisement