অষ্টমীতে দিনভরই প্রায় বৃষ্টি হল কলকাতা জুড়ে, বাদ যায়নি দক্ষিণবঙ্গের কিছু জেলাও। আজ, মঙ্গলবার নবমীর দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া? কোন কোন জায়গায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস?
আজ অর্থাৎ নবমীর দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। তবে পরিমাণে সামান্য।
প্রসঙ্গত, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই কারণে সোম থেকে বুধবার পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে।
কলকাতায় দশমী পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এছাড়াও, দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন মেঘলা আকাশ থাকবে।
উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আবহাওয়া দফতরের তরফে। দু-একটি জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
৩ অক্টোবর অষ্টমী থেকে ৫ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
৪ অক্টোবর, নবমীতেও উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
৫ অক্টোবর, দশমীতে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফলে বৃষ্টি-বাদল নিয়েই কাটবে পুজোর বাকি দিনগুলি।