কোথাও রাস্তার চেহারা দেখে মনে হচ্ছে, বন্য হয়েছে। কোথাও খানাখন্দে ভরা রাস্তায় দেখে মনে হচ্ছে অজ পাড়াগাঁ। এমনই দুরবস্থা রাস্তার।
পুজোর আগে বেহাল একাধিক রাস্তা। পুজোর দিনগুলিতে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা তো নয় যেন মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে।
অন্যদিকে মন্ডপে ভিড় কমে যেতে পারে রাস্তার কারণে আশঙ্কায় উদ্যোক্তারা। রাস্তায় কাদা থাকলে কে আর ভালো জামাকাপড় পড়ে এদিকে আসবে !
ইতিমধ্যেই রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে দাবি চাঁচোলের মহকুমা শাসকের। আর বেহাল রাস্তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতর।
মালদার ইংরেজবাজার ও পুরাতন মালদা শহরের পাশাপাশি মালদার চাঁচোল বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয়। কিন্তু পুজোর আগে বেহাল চাঁচলের একাধিক রাস্তা।
চাঁচল থেকে তুলসিহাটা, তুলসিহাটা থেকে কুশিদা, চাঁচলের তরলতলা, কলেজ মোড় একাধিক রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে ভরা রাস্তা।
পুজোর আগে রাস্তা সংস্কার না হলে পুজো মণ্ডপ গুলিতে ভিড় কমবে আশঙ্কা করছেন উদ্যোক্তারা। অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কায় মন্তব্য কি হওয়া কার্যত অসম্ভব বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যে রাস্তা সংস্কারের কাজ আরম্ভ হয়েছে বলে জানিয়েছেন চাঁচল এর মহকুমা শাসক কল্লোল রায়। পুজোর আগেই কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতর।
বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মন্ডলের অভিযোগ শাসকদলের উদাসীনতাতেই রাস্তার এই বেহাল দশা। ইচ্ছে করেই রাস্তা বানায় না।
যদিও চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, রাস্তা সংস্কারের জন্য চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। পুজোর আগেই সংস্কারের কাজ শেষ হবে।