Advertisement

উত্তরবঙ্গ

শহরবাসীকে বাঁচাতে জাম্বো স্যানিটাইজেশন শুরু শিলিগুড়িতে

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 26 May 2021,
  • Updated 4:32 PM IST
  • 1/14

শিলিগুড়ি শহরকে এবার করোনামুক্তির পথ দেখাবে জাম্বো স্য়ানিটাইজার। শহর ঘুরে আগাপাশতলা স্যানিটাইজ করবে এটি।

  • 2/14

CII এবং CRDAI এর যৌথ উদ্যোগে শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় বুধবার থেকে মাস স্যানিটাইজেশন করা হবে।

  • 3/14

এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কে থেকে এই কর্মসূচির সূচনা হয়। শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব এই কর্মসূচির সূচনা করেন।

  • 4/14

জানা গিয়েছে, আজ থেকে শুরু করে আগামী ৫ দিন শিলিগুড়ি  শহরে ঘুরবে এই জাম্বো স্যানিটাইজার মেশিন।

  • 5/14

পুরনিগমের অন্তর্গত ৪৭ টি ওয়ার্ডেই ঘুরে স্যানিটাইজেশন কর্মসূচি চালাবে পুর নিগমের এই অত্যাধুনিক মেশিন।

  • 6/14

করোনার দ্বিতীয় ঢেউতে প্রতিদিনই জেলাতেই করোনার সংক্রমণ বাড়ছে। এখনও পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্বে আসেনি।

  • 7/14

এই পরিস্থিতিকে মাথায় রেখেই শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত এলাকাগুলিতে স্যানিটাইজ করতেই এই ধরনের উদ্যোগ নিয়েছে পুরনিগম।

  • 8/14

এমনিতে পয়সার বিনিময়ে কিছু সংস্থা বিভিন্ন বাড়ি, ফ্ল্যাট, অফিস স্যানিটাইজেশন, স্টেরিলাইজেশন করা হচ্ছে।

  • 9/14

তা ছাড়াও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে বিনামূল্য়েও স্যানিটাজেশনের কাজ করা হচ্ছে। যা মানুষের কাজে লাগছে।

  • 10/14

তবে তা অত্য়ন্ত ক্ষুদ্র পরিসরে নমানুষ লাভবান হচ্ছেন। অনেকে পয়সার অভাবে, আবার অনেকে যোগাযোগের অভাবে সুবিধা নিতে পারছে না।

  • 11/14

তবে সরকারি উদ্য়োগ নিয়ে এভাবে গণ স্যানিটাইজেশনের সুবিধা পেলে অনেকটাই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

  • 12/14

ট্রাকের উপর বসানো এই সবুজ রংয়ের জাম্বো স্যানিটাইজার শহর পরিক্রমা করবে। ট্রাকে থাকবে স্যানিটাইজেশন ট্যাঙ্কার।

  • 13/14

সেখান থেকেই কামানের মতো দেখতে বিশালাকায় স্যানিটাইজার মেশিন শহর করোনামুক্ত করবে। রাস্তা, ছাড়াও বাড়ি, ঘর, বহুতল এক লহমায় স্যানিটাইজ করতে পারবে মেশিনটি।

  • 14/14

এদিন এই প্রক্রিয়ার উদ্বোধনে উপস্থিত ছিলেন সিআইআই ও ক্রেডাইয়ের সদস্যরাও। তাঁরাই এঁদের কার্যকারিতা সম্পর্কে অবহিত করেন।

Advertisement
Advertisement