Advertisement

উত্তরবঙ্গ

শহরের প্লাস্টিক মুক্ত তকমা ফেরাতে মরিয়া পুরনিগম, নামল গোয়েন্দা

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 12 Aug 2021,
  • Updated 10:59 AM IST
  • 1/6

গুদামে মজুত বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ অভিযান চালিয়ে উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা বিভাগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

  • 2/6

শিলিগুড়ি শহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ তা সত্ত্বেও প্রশাসনের চোখের ধুলো দিয়ে অবাধে চলছে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বিরুদ্ধে। আর তাই এবার প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে টানা অভিযানে নেমেছে শিলিগুড়ি পুরনিগম ও প্রশাসন।

  • 3/6

জানা গিয়েছে, অভিযান চালালেও শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের ঢোকা ও মজুত কোনও ভাবেই বন্ধ করতে না পারায় শহরের বাজারগুলিতে ক্যারিব্যাগের ব্যবহার কোনও ভাবেই বন্ধ করা যাচ্ছে না। কারণ শহরের একাধিক জায়গায় গোপনে মজুত করে রাখা হয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগ।

  • 4/6

বুধবার শিলিগুড়ির সেবক রোডের একটি গুদামে  অবৈধভাবে মজুত রাখা হয়েছিল নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ। গোপন সূত্রে খবর পেয়ে ওই গুদামে হানা দেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ। ওই গুদাম থেকে প্রায় দশ টন অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে পুলিশ।

  • 5/6

জানা গিয়েছে, উদ্ধার হওয়া প্লাস্টিক পুরনিগমের হাতে তুলে হয়েছে। পুরনিগম ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে এদিন সকালেই শিলিগুড়ির ডিআই ফান্ড মার্কেটে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালায় শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড ৷

 

  • 6/6

শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "গুদামটি সিল করা হয়েছে। মালিকের উদ্দেশ্যে। এই ধরণের অসাধু চক্রের বিরুদ্ধে কড়া হাতে আইনি পদক্ষেপ করা হবে ৷ তবে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আর পুরনিগমের তরফেও টানা অভিযান চলবে।"

Advertisement
Advertisement