মহিলা যাত্রীদের হেনস্থা রুখতে নতুন উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নিউ জলপাইগুড়ি স্টেশনে পুলিশের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠান থেকে যাত্রীবাহী গাড়িতে সতর্ক করে একটি স্টিকার লাগানো হয়। এই স্টিকার এর মাধ্যমে বলা হয় মহিলাদের সম্মান করতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা।
একই সঙ্গে এই স্টিকারে দুটি ফোন নাম্বার দেওয়া হয় জানা গিয়েছে এই ফোন নম্বরগুলিতে কোনও মহিলা যাত্রী যদি চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন তবে তৎক্ষণাৎ পুলিশ ওই গাড়ি চালক এবং গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান যে,ট্রাফিক সপ্তাহের পঞ্চম বর্ষপুর্তিতে মূল বার্তা মহিলাদের সম্মান এবং মহিলাদের সুরক্ষা।
এই জন্য এ বছর আমরা ভাড়া গাড়িতে সামনে এবং পেছনে স্টিকার লাগানো থাকবে সেখানে দুটি মোবাইল নম্বর থাকবে যাতে যে কোনও স্থানে যে কোন অবস্থায় বিপদে পড়লে সাহায্যের জন্য এগিয়ে আসবে। এর সাথে মহিলাদের সন্মান করতে হবে, যদি কোন টুরিস্ট কোন অভিযোগ করেন তবে সেই গাড়ি ও মালিকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।