Advertisement

পশ্চিমবঙ্গ

শিলিগুড়িতে হাতির হানায় মৃত্যু চা শ্রমিকের, আতঙ্ক এলাকায় মেরিভিউ এলাকায়

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 04 Sep 2021,
  • Updated 1:33 PM IST
হাতির হানায় মৃত্যু
  • 1/6

প্রাতকর্ম বেরিয়ে হাতির হানায় মৃত্যু হল এক চা বাগান শ্রমিকের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি মহকুমার অন্তর্গত নকশালবাড়ি ব্লকের মেরিভিউ চা বাগান এলাকায়।
 

  • 2/6

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালের নকশালবাড়ির মেরিভিউ চা বাগানের ঘটনা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,  হাতির হানায় মৃত্যু হয়েছে ওই চা বাগানেরই শ্রমিক কমলু ওঁরাও (৫৩) নামে ওই ব্যক্তির।

  • 3/6

শনিবার সকালে বাগান সংলগ্ন একটি ঝোড়াতে প্রাতঃকৃত্য করতে যান তিনি।  সে সময় বাগডোগরার জঙ্গল থেকে একটি হাতির পাল ঝোরা পার করছিল।

  • 4/6

আচমকা একটি হাতি দল থেকে বেরিয়ে যায়। যার ফলে হাতিটির মুখোমুখি পরে যান কমলু। এরপল পালাতে গেলে হাতিটি ওই শ্রমিকের উপর আক্রমণ করে।

  • 5/6

ফলে হাতির হানায়  ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।  খবর পেয়ে বাগানের শ্রমিকরা বনদপ্তর ও নকশালবাড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ ও বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা।

 

  • 6/6

পুলিশ ও বনকর্মীরা পৌঁছে  মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকাবাসীদের অভিযোগ, চা বাগানের পাশাপাশি বাগান সংলগ্ন এলাকায় একাধিকবার হাতির হানার ঘটনা ঘটেছে। বন দপ্তরকে জানালেও কোন পদক্ষেপ করা হয়নি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement