Advertisement

পশ্চিমবঙ্গ

শিশুদের জায়গা দখল করে রেখেছে খোদ পুলিশই ! পুলিশ সুপার জানেন না ?

মিল্টন পাল
  • মালদা,
  • 04 Sep 2021,
  • Updated 1:59 PM IST
  • 1/6

চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ কর্নারে কোনও শিশুকেই আজ পর্যন্ত ডেকে বসানো হয়নি। কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করা হয়নি, তাঁদের অসুবিধে।

  • 2/6

বরং তার জায়গায় নিজেদের বর্ধিত অফিস তৈরি করে বসেছে পুলিশ নিজেরাই। পাহারা দিচ্ছে দুই ঢাল-তলোয়ারহীন সিভিক ভলান্টিয়ার। 

  • 3/6

কয়েক বছর আগে ঘটা করে মালদা জেলার ইংরেজ বাজার থানায় উদ্বোধন করা হয়েছিল চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ কর্নার। কিন্তু এখন সেই  কর্নারে বসছে পুলিশ আধিকারিকরা। আর এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে নানান মহলে।    

  • 4/6

বিগতে বেশ কয়েক বছর আগে চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ কর্নারের উদ্বোধন করেছিলেন সেই সময়কার পুলিশ সুপার অর্ণব ঘোষ। কিন্তু সময়ের সাথে সাথে সেই চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ কর্নার এখন ফাঁকা। বর্তমানে সেখানে বসছেন থানার পুলিশ আধিকারিকরা।

  • 5/6

তাহলে এখন কি বন্ধ হয়ে গেছে চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ কর্নার? উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, তিনি বিষয়টি জানতেন না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

  • 6/6

এদিকে এ বিষয়ে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ার পার্সেন চৈতালি ঘোষ সরকার জানান, বেশ ঘটা করে চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ কর্নারের উদ্বোধন করা হয়েছিল। সেখানে বাচ্চাদের রাখা হত। তবে এখন সেটা বন্ধ না সেখানে পুলিশ বসছে সেই ঘটনা তার জানা নেই। তবে সেটা একেবারে শিশুদের জন্য। এটা থানায় থাকা দরকার। তবে ঘটনায় তিনি আইসির কাছ থেকে খবর নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে এখন চাইল্ড কর্নারে শিশুদের রাখা হয় না আমার কাছে এমন খবর নেই বলে তিনি জানান।

Advertisement
Advertisement