Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Rain Forecast: হুহু করে কমছে তাপমাত্রা, তার মধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 14 Nov 2022,
  • Updated 8:01 PM IST
  • 1/8

শীত ঢুকব ঢুকব করছে। ইতিমধ্যেই তাপমাত্রা খানিকটা কমেছে। বাতাসের জলীয় বাষ্প উধাও। চারিদিকে শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে দীপাবলীর পর থেকেই এমন আবহাওয়া।

  • 2/8

তবে তাপমাত্রা কিছুতেই নামছিল না। এবার তা কমা শুরু হতেই শীত আসছে বলে ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দফতর। 

  • 3/8

যদিও তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে যেতে অর্থাৎ জব্বর শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।

  • 4/8

উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি ছাড়া আবহাওয়া শুকনো থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 5/8

আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকবে উত্তরবঙ্গেও। জেলাগুলিতে খুব ধীরে তাপমাত্রা নামছে।

  • 6/8

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 7/8

তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, মালদহে রাতের দিকে হিম পড়তে পারে।

 

  • 8/8

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘন্টায় সেই তাপমাত্রা আরও ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে তারপরের কয়েকটা দিন তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস নেই।

Advertisement
Advertisement