শীত ঢুকব ঢুকব করছে। ইতিমধ্যেই তাপমাত্রা খানিকটা কমেছে। বাতাসের জলীয় বাষ্প উধাও। চারিদিকে শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে দীপাবলীর পর থেকেই এমন আবহাওয়া।
তবে তাপমাত্রা কিছুতেই নামছিল না। এবার তা কমা শুরু হতেই শীত আসছে বলে ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দফতর।
যদিও তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে যেতে অর্থাৎ জব্বর শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি ছাড়া আবহাওয়া শুকনো থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকবে উত্তরবঙ্গেও। জেলাগুলিতে খুব ধীরে তাপমাত্রা নামছে।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, মালদহে রাতের দিকে হিম পড়তে পারে।
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘন্টায় সেই তাপমাত্রা আরও ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে তারপরের কয়েকটা দিন তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস নেই।