করোনা পরিস্থিতিতে আপাতত সমস্ত খেলাধূলা বন্ধ। তা সত্ত্বেও যাঁরা খেলা চালান, তাঁরা তাঁদের প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ। তাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
জেলার ফুটবল, ক্রিকেট এবং ভলিবলের জন্য যাঁরা খেলার পরিচালনার পেশায় আসতে চান, তাঁদের জন্য পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছিল।
রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি রেফারি ও আম্পায়ার অ্যাসোসিয়েশেনর উদ্যএাগে ও তত্ত্বাবধানে নতুন রেফারি-আম্পায়ারদের পরীক্ষা নেওয়া হল।
শিলিগুড়ি রেফারি ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক পরীক্ষা হয়েছে বলে জানান সম্পাদক পরিমল ভৌমিক জানান মোট পরীক্ষার্থী ছিলেন ৫২।
এর মধ্যে ক্রিকেটে ১৯, ফুটবল ২৫ এবং ভলিবলে ৮ জন পরীক্ষা দেন। এদিন লিখিত ও মৌখিক পরীক্ষা হয়েছে। যাঁরা পাশ করবেন, তাঁদের হাতেকলমে পরীক্ষা নেওয়া হবে বলে এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান স্বপন বসু জানিয়েছেন।
করোনার কারণে গত বছর খেলা শুরু হয়েও বন্ধ করে দিতে হয়েছিল মাঝপথে। ক্রীড়াপরিষদের তরফে জানানো হয়েছে, সম্ভব হলে বাকি খেলাগুলি খেলানো হবে। নইলে নতুন করে খেলা শুরু করতে হবে।