Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 17 Nov 2022,
  • Updated 9:12 PM IST
  • 1/8

গত কয়েকদিন ধরেই তাপমাত্রা নেমেছে। আপাতত সরকারি খাতায় যতই শীত না ঢুকুক, উত্তরবঙ্গ মজে শীতেই। ঠান্ডাও পড়েছে, কুয়াশাও দেখা যাচ্ছে।

  • 2/8

জাঁকিয়ে শীতের আগমন হয়েছে। মৌতাতে মেতে উত্তরবঙ্গের সব কটি জেলাই। তার মধ্য়ে পাহাড়ে মোটামুটি হাড় কাঁপানো শীত চলছে।

  • 3/8

আগামী চার থেকে পাঁচদিন এমনই আবহাওয়া বজায় থাকবে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ নামবে আরও নীচে।

  • 4/8

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে,১৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 5/8

তবে এই প্রভাব পড়বে না সমতলে। আপাতত হালকা ঠান্ডাতেই কাজ চালাতে হবে। তবে তাপমাত্রা ধীরে ধীরে নামবে কিছুদিন পর থেকে।

  • 6/8

উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ নভেম্বর শনিবার সকালের মধ্যে সব কটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। 

  • 7/8

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

 

  • 8/8

এদিকে শীতের আমেজ আসতে না আসতেই পরিযায়ী পাখিরা ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গের পাখিরালয় ও জলাশয়গুলিতে।

Advertisement
Advertisement