Advertisement

উত্তরবঙ্গ

Tokyo Olympic : নীরজের সোনায় উচ্ছ্বাস বাঁধ ভাঙল শিলিগুড়িতে

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 07 Aug 2021,
  • Updated 9:18 PM IST
  • 1/14

কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। অলিম্পিক শেষের মুহূর্তে ১২১ বছরের ট্র্যাক এন্ড ফিল্ড এর খরা কাটিয়ে সোনা এনে দিয়েছেন সোনার ছেলে নীরজ চোপড়া।

  • 2/14

তাঁর নিক্ষেপ করা বর্শা গোটা পৃথিবীর এঁকে দেওয়া গণ্ডি ছাড়িয়ে যখন নির্ধারিত এলাকার বাইরে পৌঁছেছে, গোটা ভারতবাসী অধীর আগ্রহের অবসান হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ কয়েক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটেছে।

  • 3/14

আর সেই মুহূর্তে উল্লাসে ফেটে পড়েছে গোটা দেশ। কে কীভাবে এই অলিম্পিক গোল্ড সেলিব্রেট করবে তার প্রতিযোগিতা শুরু হয়েছে সকলের মধ্যে।

  • 4/14

তার নিজের রাজ্য হরিয়ানা তো বটেই, প্রতিটি রাজ্যের প্রতিটি গলিতে শুরু হয়েছে উৎসব। খেলার শহর বলে পরিচিত শিলিগুড়িও তা থেকে বাদ থাকে কেন ?

  • 5/14

অতীতে একাধিক আন্তর্জাতিক খেলোয়াড় উপহার দেওয়া শিলিগুড়িতে ক্রীড়াপ্রেমীরা উল্লাসে মাতোয়ারা হয়ে নেমে পড়েছেন রাস্তায়।

  • 6/14

সোনা জয় কনফার্ম হতেই শিলিগুড়ি cricket-lovers দের পক্ষ থেকে এদিন কেক কেটে, নীরজ চোপড়ার ছবিতে লাড্ডু খাইয়ে সেলিব্রেশন চলেছে অনেক রাত পর্যন্ত।

  • 7/14

সংগঠনের সভাপতি মনোজ ভার্মা জানিয়েছেন, শুধুমাত্র অলিম্পিকের দিকে চোখ রাখলে হবে না। তার আগের চারটি বছরে একই ভাবে নজর রেখে খেলোয়াড়দের গড়েপিটে নিতে হবে।

  • 8/14

যে সমস্ত বিষয়গুলি রয়ে গিয়েছে, সেগুলি শুধরে নিয়ে পরের অলিম্পিকের জন্য তৈরি হলে ৭ এর পদক ১৪ থেকে পৌঁছবে এটা নিশ্চিত।

  • 9/14

এরপরই তারা আতশবাজি পুড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সদস্যদের সঙ্গে একযোগে। জানিয়ে দেন সেলিব্রেশন কয়েকদিন চলবে।

  • 10/14

এদিকে শেঠ শ্রীলাল মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও কেক কেটে নীরজ চোপড়ার ছবি রেখে বাজি পুড়িয়ে এ উল্লাস জ্ঞাপন করা হয়।

  • 11/14

সমিতির সভাপতি তথা একাধিক ক্রীড়া সংগঠনের পৃষ্ঠপোষক খোকন ভট্টাচার্য জানান, এমন মুহূর্ত প্রজন্মে একবার আসে। এর আগে কোনও প্রজন্মই দেখে যেতে পারেনি।

  • 12/14

এ ছাড়াও বিভিন্ন জায়গায় বাজি পুড়িয়ে নিচে গান করে বিভিন্নভাবে যে যেমন পেরেছেন উল্লাস প্রকাশ করে শহর জুড়ে। অনেকেই জয়ের মুহূর্ত লাইভ দেখেছেন। 

  • 13/14

ফলে আবেগ ধরে রাখতে পারেননি অনেকে। ক্রিকেট, ফুটবল, টেবল টেনিস সহ সব খেলোয়াড়রাই এ থেকে শপথ নিয়েছেন আগামীতে আরও ভাল কিছু করার।

  • 14/14

এর আগে ভারত সোনা কোনও দিন পায়নি, তা নয়, কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রকৃত ভারতীয় হিসেবে এই প্রথম। স্বাধীনতার পরে এই প্রথম। ফলে উচ্ছ্বাস তো আবেগ ছাড়াবেই।

Advertisement
Advertisement