Advertisement

উত্তরবঙ্গ

কুমেদপুর জংশনে ট্রেনের স্টপেজের দাবিতে ধরনায় TMC বিধায়ক

মিল্টন পাল
  • মালদা,
  • 21 Nov 2021,
  • Updated 1:46 PM IST
  • 1/8

ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় শাসকদলের বিধায়ক, গ্রামবাসীদের সমস্যা সমাধান না হলে দিল্লি যাওয়ার হুঙ্কার বিধায়ক তাজমুলের।

  • 2/8

মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিহার সীমান্তবর্তী কুমেদপুর জংশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় বসলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন।

  • 3/8

দু’দিন আগেই তিনি বিধানসভাতে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ থেকে বঞ্চিত করা হচ্ছে কুমেদপুর জংশনকে এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

  • 4/8

গ্রামবাসীদের ধর্নার ১১তম দিনে এদিন গ্রামবাসীদের সঙ্গে প্ল্যাকার্ড নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে বসে পড়েন বিধায়ক। প্রসঙ্গত কুমেদপুর জংশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন।

  • 5/8

করোনা পরিস্থিতির আগে এই জংশনে সাতটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ছিল। এছাড়াও একাধিক প্যাসেঞ্জার ট্রেনেরও স্টপেজ ছিল। যাত্রীও হতো প্রচুর।

  • 6/8

তবে, করোনার প্রকোপ শুরু হতেই লকডাউন শুরু হয়ে যায়। সেই আবহে সমস্ত স্টপেজ তুলে নেওয়া হয়েছিল। তারপর অনেক ট্রেন চালু হলেও স্টপেজ আর চালু হয়নি।

  • 7/8

এদিন বিধায়ক তাজমুল হোসেন জানান, প্রয়োজনে স্টপেজের দাবিতে দিল্লিতে গিয়ে রেলমন্ত্রকে যোগাযোগ করবেন। স্টপেজ মানুষের অধিকার।

 

  • 8/8

গ্রামবাসীদের সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, এমন নয় যে এখান থেকে রেলের রাজস্ব আদায় হয় না। ফলে স্টপেজ দিতে হবে। মানুষ ভুগছে।

Advertisement
Advertisement