Advertisement

উত্তরবঙ্গ

Weather Forecast North Bengal: উত্তরবঙ্গে কমছে বৃষ্টি, কবে থেকে?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Oct 2022,
  • Updated 9:58 PM IST
  • 1/8

Weather Forecast North Bengal: উত্তরবঙ্গ (North Bengal) সহ সিকিমে (Sikkim) গত কয়েক মাস ধরেই আবহাওয়া (Weather) ভুগিয়েছে। দুর্গাপুজোর (Durgapuja) সব দিনই কমবেশি বৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুজোতেও  (Lakshmi Puaj) টানা বৃষ্টি হয়েছে। কালীপুজোতেও (Kalipuja)আশঙ্কা রয়েছে।

  • 2/8

পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় ও সিকিমে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল। যার প্রভাব এখনও বিদ্যমান। তবে ধীরে ধীরে দুর্যোগ কাটছে

  • 3/8

গোটা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতিরও বেশ কিছুটা উন্নতি হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে দেওয়া হয়েছে। তবে এখনই উত্তরবঙ্গ থেকে পুরোপুরি বিদায় নেবে বৃষ্টি। তবে 

  • 4/8

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হচ্ছে।

  • 5/8

১৬ তারিখের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে। ১৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।

  • 6/8

শুক্রবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 7/8

আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এছাড়াও উত্তরবঙ্গদের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।

 

  • 8/8

উত্তরবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমারও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনে শীতের আমেজ পাওয়া যাবে। তবে পাকাপাকি শীত ঢুকতে এখনও ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে। 

Advertisement
Advertisement