Weather Update: কখনও রোদ, আবার কখনও বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে এমনটাই রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি এমনটাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আগামী ১৭ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে এখনই ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
ফলে আপাতত কয়েকদিন এমন রোদ-বৃষ্টির খেলা চলবে। ভোরের দিকে কিছু ঠাণ্ডা ভাব থাকলেও, বেলা বাড়লে রোদের দাপটে গরম বাড়ছে।
শহরের সর্বোচ্চ তাপমাত্র ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই।
সুপার সাইক্লোন নিয়ে বিভিন্ন জল্পনা চললেও এখন হাওয়া অফিসের তরফ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
আগামী ১৭ তারিখ সম্ভবত আবহাওয়া দফতরের তরফ থেকে এ বিষয়ে কোনও পূর্বাভাস জারি করা হতে পারে।