ইতিমধ্যেই সিকিমে মরশুমের প্রথম তুষারপাত হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়েছে এই পার্বত্য রাজ্য সিকিমে। তুষারপাত না হলেও পিছিয়ে নেই লাগোয়া পশ্চিমবাংলাও।
তার রেশ ধরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।
জাঁকিয়ে শীত পড়েছে পাহাড়ে। পর্যটকরা শীত উপভোগ করতে শুরু করে দিয়েছেন। আকাশ পরিষ্কার থাকাও আরও ঠান্ডা অনুভূত হচ্ছে।
উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহেও জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। দুপুর ছাড়া এখন গায়ে শীতপোশাক চাপাতে হচ্ছে।
আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পরিষ্কার আকাশ থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। আপাতত এই আবহাওয়ায় কোনও রকম বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই।
তবে দার্জিলিং পাহাড়ে তুষারপাত হতে আরও একমাস অপেক্ষা করতে হবে। তবে পাকাপাকি হিম ঠান্ডা পড়বে দিন ১৫ এর মধ্যেই।