দীঘায় আচমকা সাপের আতঙ্ক। প্রার্থনা চলাকালীন স্থানীয় অনুকূল ঠাকুরের আশ্রমে আচমকা ঢুকে পড়ে একটি বিষধর চন্দ্রবোড়া।
এরপরেই প্রথমে বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে সাপটি। তারপরেই তাঁরা বন দফতরে খবর দেন।
পরে বন দফতরের কর্মীদের চেষ্টা বিষধর সাপটিকে ধরা হয়।
তবে সাপটি ঘিরে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়। চন্দ্রবোড়া সাপটিকে দেখতে প্রচুর মানুষ এখানে ভিড় করেন।
এর আগে ওই এলাকায় কখনও বিষাক্ত সাপ পাওয়া গেছে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
এদিন সকালে সাপটিকে আশ্রম চত্বরে প্রথমে দেখা যায়। মন্দিরের ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন ছুটোছুটি শুরু করেন ,কিছুক্ষণ পরে অনেক মানুষ হয়।
বনদপ্তরের কর্মীরা জানান সাপটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া। সাপটি লম্বায় প্রায় ৭ ফুট।
জানা গিয়েছে, সাপটিকে নিকটবর্তী কোনও জঙ্গলে গিয়ে ছেড়ে দেওয়া হবে।