Advertisement

দক্ষিণবঙ্গ

দীঘায় বিষাক্ত সাপের আতঙ্ক! দিনভর হুড়োহুড়ির শেষে...

তাপস ঘোষ
  • দীঘা,
  • 02 Dec 2021,
  • Updated 3:50 PM IST
  • 1/8

দীঘায় আচমকা সাপের আতঙ্ক। প্রার্থনা চলাকালীন স্থানীয় অনুকূল ঠাকুরের আশ্রমে আচমকা ঢুকে পড়ে একটি বিষধর চন্দ্রবোড়া।

  • 2/8

এরপরেই প্রথমে বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে সাপটি। তারপরেই তাঁরা বন দফতরে খবর দেন।

  • 3/8

পরে বন দফতরের কর্মীদের চেষ্টা বিষধর সাপটিকে ধরা হয়।

  • 4/8

তবে সাপটি ঘিরে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়। চন্দ্রবোড়া সাপটিকে দেখতে প্রচুর মানুষ এখানে ভিড় করেন। 

  • 5/8

এর আগে ওই এলাকায় কখনও বিষাক্ত সাপ পাওয়া গেছে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
 

  • 6/8

এদিন সকালে সাপটিকে আশ্রম চত্বরে প্রথমে দেখা যায়। মন্দিরের ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন ছুটোছুটি শুরু করেন ,কিছুক্ষণ পরে অনেক মানুষ হয়।

  • 7/8

বনদপ্তরের কর্মীরা জানান সাপটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া। সাপটি লম্বায় প্রায় ৭ ফুট।

  • 8/8

জানা গিয়েছে, সাপটিকে নিকটবর্তী কোনও জঙ্গলে গিয়ে ছেড়ে দেওয়া হবে।

Advertisement
Advertisement