Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: ধেয়ে আসছে জাওয়াদ, বাংলার কোন জেলার জন্য কেমন সতর্কতা?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 02 Dec 2021,
  • Updated 5:24 PM IST
  • 1/12

আবহাওয়া দফতরের  পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরই শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াদের সৃষ্টি হবে। এরপর তা ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।

  • 2/12

বুধবার তৈরি হওয়া নিম্নচাপটি  এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিনত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গপোসাগরে আছে ৷

  • 3/12

আরও  পশ্চিমে ঘনীভূত হয়ে এটি আজ সন্ধ্যায় গভীর নিম্নচাপে  পরিণত হবে। তারপর তিন তারিখ ঘুর্নিঝড়ে পরিনত হবার সম্ভবনা আছে।
 

  • 4/12


 ৪ তারিখ সকালে এই ঘূর্ণিঝড় পৌঁছে যাবে উত্তর অন্ধ্র ও  দক্ষিণ ওড়িশায়। 
 

  • 5/12

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে  ৪,৫,৬ তারিখ  দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
 

  • 6/12

 ৪ তারিখ দক্ষিনবঙ্গের পুর্ব মেদনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দুই চব্বিশ পরগনায়  ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে৷ পাঁচ তারিখ বৃষ্টি আরও একটু বাড়বে। 
 

  • 7/12

৪ তারিখ সকাল থেকে উপকূলে ৪৫-৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে  যা পরবর্তীতে বেড়ে ৬৫ কিলোমিটার হতে পারে। তারপর সেই হাওয়ার গতি  বেড়ে ৬০-৭০ কিমি হবে।  সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা এমন পরিস্থিতি চলবে৷

  • 8/12


উপকূলে সমুদ্র উত্তাল থাকবে৷ ৫ তারিখ বৃষ্টি আরোও বাড়বে।
 

  • 9/12

এই অবস্থায় মৎস্যজীবীদের ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা মাঝ সমুদ্রে গিয়েছেন তাদের ফিরতে বলা হয়েছে।

  • 10/12

বৃষ্টি ও হাওয়ার কারণে এই সময় মাঠে লাগান ধান,আলু ও ফসল নষ্ট হতে পারে। সেই কারণে যত তাড়াতাড়ি  মাঠের ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। যাদের জমিতে আলু লাগানোর কথা, সাত দিন পিছিয়ে দিতে বলা হয়েছে। 
 

  • 11/12

উত্তরবঙ্গের মালদা ছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক ছাকবে। মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 12/12

Advertisement
Advertisement