Rain Alert: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আর্দ্রতা জনিত অস্বস্তি আরও কিছু দিন ধরে চলবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভবনা নেই।
তবে দক্ষিণবঙ্গের ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছে উত্তরবঙ্গের। সেখানে অতিবৃষ্টির সর্তকতায় জারি হয়েছে রেড অ্যালার্ট।
শুক্রবার উত্তরবঙ্গের দুই জেলায় প্রবল বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে জারি হয়েছে লাল সতর্কতা।
কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টিপাত হবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে।
আগামী ৫ তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে এই জেলাগুলিতে। ফলে সতর্ক করা হয়েছে এই জেলাগুলিতে।
বর্ষার মরসুমের শুরু থেকেই উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতই হয়নি।
অগাস্টের মাঝামাঝি সময়ে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হয়। কিন্তু এখন আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে।