Advertisement

দক্ষিণবঙ্গ

Rain Alert: জারি রেড অ্যালার্ট, তুমুল বৃষ্টিতে ভাসবে রাজ্যের এই ২ জেলা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2022,
  • Updated 6:41 AM IST
  • 1/8

Rain Alert: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

  • 2/8

আর্দ্রতা জনিত অস্বস্তি আরও কিছু দিন ধরে চলবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভবনা নেই।

  • 3/8

তবে দক্ষিণবঙ্গের ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছে উত্তরবঙ্গের। সেখানে অতিবৃষ্টির সর্তকতায় জারি হয়েছে রেড অ্যালার্ট। 

  • 4/8

শুক্রবার উত্তরবঙ্গের দুই জেলায় প্রবল বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে জারি হয়েছে লাল সতর্কতা। 

  • 5/8

কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টিপাত হবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে।

  • 6/8

আগামী ৫ তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে এই জেলাগুলিতে। ফলে সতর্ক করা হয়েছে এই জেলাগুলিতে।

  • 7/8

বর্ষার মরসুমের শুরু থেকেই উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতই হয়নি।

  • 8/8

অগাস্টের মাঝামাঝি সময়ে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হয়। কিন্তু এখন আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে।
 

Advertisement
Advertisement