Rain Alert: শনিবার ভোর থেকে তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট।
মায়ানমার উপকূলে সৃষ্ট এই অতি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পরেই দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টি শুরু হয়েছে।
শুক্রবার উপকূলবর্তী ৩ জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। উত্তাল হয়েছে সমুদ্র। জারি করা হয়েছে রেড অ্যালার্টও।
শনিবার দিনভর আবহাওয়া এরকম থাকবে। রবিবার থেকে নিম্নচাপ শক্তি হারালে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের কাছে বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছিল একটি ঘূর্ণাবর্ত।
পরে শক্তি বাড়িয়ে সেটি এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরের পাশ থেকে এটি স্থলভাগে প্রবেশ করেছে।
অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশের পরেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। শনিবারও দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে।
নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে শুক্রবার জারি হয়েছে রেড অ্যালার্ট। এদিনও ব্যাপক বৃষ্টি হবে এই জেলাগুলিতে।
সপ্তাহশেষে এই সময় দিঘা, তাজপুর, মন্দারমনিতে প্রচুর ভিড় থাকে। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদেরও সতর্ক করা হয়েছে।