Advertisement

দক্ষিণবঙ্গ

Rain Alert: সকাল থেকেই তুমুল বৃষ্টি, কতদিন চলবে? কী বলছে হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Aug 2022,
  • Updated 6:55 AM IST
  • 1/9

Rain Alert: শনিবার ভোর থেকে তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট।

  • 2/9

মায়ানমার উপকূলে সৃষ্ট এই অতি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পরেই দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টি শুরু হয়েছে।

  • 3/9

শুক্রবার উপকূলবর্তী ৩ জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। উত্তাল হয়েছে সমুদ্র। জারি করা হয়েছে রেড অ্যালার্টও।

  • 4/9

শনিবার দিনভর আবহাওয়া এরকম থাকবে। রবিবার থেকে নিম্নচাপ শক্তি হারালে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। 

  • 5/9

হাওয়া অফিস জানিয়েছে, মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের কাছে বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছিল একটি ঘূর্ণাবর্ত।

  • 6/9

পরে শক্তি বাড়িয়ে সেটি এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরের পাশ থেকে এটি স্থলভাগে প্রবেশ করেছে।

  • 7/9

অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশের পরেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। শনিবারও দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে।
 

  • 8/9

নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে শুক্রবার জারি হয়েছে রেড অ্যালার্ট। এদিনও ব্যাপক বৃষ্টি হবে এই জেলাগুলিতে।

  • 9/9

সপ্তাহশেষে এই সময় দিঘা, তাজপুর, মন্দারমনিতে প্রচুর ভিড় থাকে। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। 

Advertisement
Advertisement